Barale Haat Bondhu Sobai HoinaSong Is Sung by Ayub Bachchu from LRB Bengali Band. Barale Haat Bondhu Sobai Hoina Lyrics Written by Kobir Bokul .
Barale Haat Bondhu Sobai Hoina By Ayub Bachchu:
- Song : Barale Haat Bondhu Sobai Hoina
- Lyrics : Kobir Bokul
- Tone : Prince Mahmud / Ayub Bachchu
- Album : Cithir Utthor Dio
Barale Haat Bondhu Sobai Hoina ( বাড়ালে হাত বন্ধু সবাই হয়না ) Lyrics – Ayub Bachchu :
এই বিচিত্র এ জীবনধারা
বিচিত্র মানুষেরই মন
ও..
সব মানুষ থাকে স্বপ্ন নিয়ে
সেই স্বপ্ন কি সব হয় পূরণ?
ও..
স্বপ্নে যখন বন্ধুত্বের হাত বাড়াও
চিঠির উত্তরে কখনো সম্মিত চাও
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দুটি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনি হয়
দেখেছি সুখের হাটে অসুখী স্বপ্ন কিছু
তবুও মানুষ ছুটে মিথ্যে আবেগের পিছু
প্রেম কি কাগজে খুঁজে পাওয়া তা সহজ?
খুঁজতে গিয়েছি প্রেম সে হয়ে গেছে নিখোঁজ
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দুটি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনি হয়
আমি অতি সাধারণ
কে হবে বন্ধু আমার?
অবুঝ প্রেম মন বলে,
নাও খুঁজে সঙ্গী তোমার
চাইলেই কি যায় পাওয়া বলো এ চাঁদের কিরণ?
যায়না সহজে মন পাওয়া মনের মতন
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দুটি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনি হয়
এই বিচিত্র এ জীবনধারা
বিচিত্র মানুষেরই মন
ও..
সব মানুষ থাকে স্বপ্ন নিয়ে
সেই স্বপ্ন কি সব হয় পূরণ?
ও..
স্বপ্নে যখন বন্ধুত্বের হাত বাড়াও
চিঠির উত্তরে কখনো সম্মিত চাও
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দুটি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনি হয়