Hiyar Majhe Tumi Lyrics – Imran Mahmudul

228

Hiyar Majhe Tumi Lyrics In Bengali. The Song Is Sung by Imran Mahmudul. Music composed by Rezwan Sheikh. Lyrics written by Shafiq Tuhin.

  • Song: Hiyar Majhe Tumi
  • Singer: Imran Mahmudul
  • Lyrics & Tune: Shafiq Tuhin
  • Music: Rezwan Sheikh
  • Label: Soundtek

Hiyar Majhe Tumi Lyrics Imran :

থাকতে পাশে হয়নি জানা
ছিলাম তোমার আপন কতো
সব হারিয়ে ঠাঁই দাঁড়িয়ে
বুকে নিয়ে গভীর ক্ষত।

মাঝ খানে দেয়াল,
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি।
আমার.. হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি।

করোনা ক্ষমা এই অনুনয়
কাটেনা একাকী সময়।
তোমাকে ছাড়া জীবন ছন্নছাড়া
বেঁচে থাকা যন্ত্রনাময়।

মাঝ খানে দেয়াল,
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি।
আমার.. হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি।

বুঝেও বুঝিনি কি করেছি ভুল
কি করে দেবো সে মাশুল।
এসোনা ফিরে তুমি থেকোনা দূরে
ও আমার অভিমানী ফুল।

মাঝ খানে দেয়াল,
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি।

থাকতে পাশে হয়নি জানা
ছিলাম তোমার আপন কতো
সব হারিয়ে ঠাঁই দাঁড়িয়ে
বুকে নিয়ে গভীর ক্ষত।

মাঝ খানে দেয়াল,
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি।
আমার.. হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি।

Previous articleNitol Paaye Lyrics – Imran – Fuad – Prem Amar 2
Next articleBesh Toh Lyrics – Shreya Ghoshal – Ei Ami Renu