Hotasha Lyrics-Relation The Band

Hotasha Lyrics-Relation The Band :

  • Song : Hotasha
  • Band : Relation The Band
  • Tune & Music Arrangement : Relation The Band
  • Lyrics & Vocal : Shakil Khandokar
  • Lead Guitarist : Riasat Imtiaz
  • Guitarist : Asad Shawon
  • Bassist : Al IStiak Hasan
  • Drummer : Mridul
  • Flute : Azmein Mahta
  • Mixing and mastering : A.K Ratul
  • Label : URBAN EXPOSURE

Hotasha Lyrics By Relation The Band In Bengali :

হয়তোবা পড়ে আছি আধারে
কেউ কখনো ডাকবে না আমাকে…. আলোতে
বেচে আছি যেখানে নেই কোলাহল
তাহলে কি জীবন আমার মিথ্যে বল…
হুমমমমম….
হয়তোবা পড়ে আছি আধারে
কেউ কখনো ডাকবে না আমাকে…. আলোতে
বেচে আছি যেখানে নেই কোলাহল
তাহলে কি জীবন আমার মিথ্যে বল…
হতাশায় পড়ে থাকা জীবনে
যেন সুখ মিথ্যে লাগে
হতাশায় পড়ে থাকা জীবনে
যেন সুখ মিথ্যে লাগে
এএএ….এএএএ…
পুরনো অতীত ভুলে
তবু কেন আজ আঁধারে
হতাশা গুলো আমার
কেদে মরে এএএ….
আর্তনাদে…আর্তনাদে
আর্তনাদে…আর্তনাদে
হতাশায় পড়ে থাকা জীবনে
যেন সুখ মিথ্যে লাগে
হতাশায় পড়ে থাকা জীবনে
যেন সুখ মিথ্যে লাগে
এএএ….এএএএ…
হয়তোবা নিভে গেছি শুরুতেই… এএএ…
কেউ কখনো ডাকবে না আমাকে…. শুরুতেই
বেচে আছি যেখানে নেই কোলাহল
তাহলে কি জীবন আমার মিথ্যে বল…
হুমমমমম….
][ সমাপ্ত ][
Previous articleEi Kache Ei Dure Lyrics Subhamita Banerjee
Next articleObhoy Lyrics
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.