Obhoy Song Is Sung by Lincoln from Artcell Bengali Band.Obhoy Lyrics Written by Shahan Kabondho.Cover Art By Raiyan Momen.Sound Recording in Dhaka: Shafiq from Noizemine studio.Bass Recording in Sydney:Ahsanul Hadi.
Sound Mixing & Mastering: A.k. Ratul.
Voices in last chorus: SHuvo DRoots, Alif Alauddin,Raef Al Hasan Rafa, Jamshed Chowdhury, Aftabuzzaman Tridib, Tanzir Ahmed Shuddho Saif Uz Zaman.
Obhoy Song Lyrics- Artcell :
- Song: Obhoy
- Album: Obhoy- Artcell
- Band: Artcell
- Vocal : Lincoln
- Lyrics : Shahan Kabondho
Obhoy Lyrics Artcell In Bengali :
শান্তির মিছিলে আমাদের আহ্বান
দূরে থাক অসত্য নিরন্তর পিছুটান
দাঁড়িয়েছে দেখো আমরা ও সহনশীল হয়ে
পতাকা উচিয়ে দেই শাশ্বত শান্তির ডাক
একচোখা দৃষ্টিকোণ সমাজের বেদনা
লালসা অাগ্রাসন মানুষেরতো ধর্মনা
মানিয়ে চলো যাই আমরা ও সকলের ভিন্নমত
চিন্তার বৈচিত্রে ধুয়ে যাক যত বিরোধ
অভয় আজ দিচ্ছে শান্তির ডাক
বিবর্ণ হয়ে যাক হতাশা
অপশক্তির এই লালসায় রক্তে
রঞ্জিত তরুণ দেহ
অসহায় চিত্র কি দেখোনি
কষ্ট ছড়িয়ে পড়ে মাটিতে
নীল আকাশ সাদা মেঘ ঢেকে যায়
হাতে হাত আগামীর তরুণেরা
সূর্যের আলোতে মুছে যাক
এসেছে, হেসেছে রাঙ্গা প্রভাত
অভয় আজ দিচ্ছে শান্তির ডাক
বিবর্ণ হয়ে যাক হতাশা
অপশক্তির এই লালসায় রক্তে
রঞ্জিত তরুণ দেহ
অসহায় চিত্র কি দেখোনি
কষ্ট ছড়িয়ে পড়ে মাটিতে
নীল আকাশ সাদা মেঘ ঢেকে যায়
হাতে হাত আগামীর তরুণেরা
সূর্যের আলোতে মুছে যাক
এসেছে, হেসেছে রাঙ্গা প্রভাত
অপশক্তির এই লালসায় রক্তে
রঞ্জিত তরুণ দেহ
অসহায় চিত্র কি দেখোনি
কষ্ট ছড়িয়ে পড়ে মাটিতে
নীল আকাশ সাদা মেঘ ঢেকে যায়
হাতে হাত আগামীর তরুণেরা
সূর্যের আলোতে মুছে যাক
এসেছে, হেসেছে রাঙ্গা প্রভাত