Hote Pari Song Is Sung by Rishi Panda. Song Lyrics In Bengali Written by Shankhadip Paria And Rishi Panda.
- Song: Hote Pari
- Singer : Rishi Panda
- Lyrics : Shankhadip Paria & Rishi Panda
- Music, Mix : Rishi Panda
- Videography : Subhasis Mukherjee
Hote Pari Song Lyrics In Bengali :
হতে পারি গান তোমাকে নিয়ে
হতে পারি সুর তোমাকে ছুঁয়ে,
সুরেরই দোটানায়
ভাবনা-রা ছুটি পায় ধোঁয়ায়।
হতে পারি দূর আকাশের নীল
হওয়া যায় তোমার রঙেতে সামিল,
দুরেরই ইশারায়
তোমার হাসি ভেসে যায়, হাওয়ায়।
হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন।
লা লা লা লা লা লা ..
সুরেরই খাতায়, তোমাকে এঁকে
দিতে পারি এক, অচেনা রাতে,
আদর ধরা দেয়
সকাল ছুঁয়ে যায়,
আকাশ ধুয়ে দেয় তোমায়।
হতে পারি রং তোমার মনে
হওয়া যায় জীবন তুলির টানে,
সময় থেমে যায়
ক্যানভাস এর আঙিনায়, হারায়।
হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন।
লা লা লা লা লা লা ..