Ochena Obhimaner Gaan Song Is Sung by Minar Rahman. Music Composed by And Hariye Jabar Age Lyrics In Bengali Written by Minar Rahman. Song Recording, Mixing and Mastering by Shaker Raza.
- Song: Ochena Obhimaner Gaan
- Vocal : Minar Rahman
- Composition, Lyrics & Tune : Minar Rahman
- Music Arrangement : Shaker Raza
- Artworks, Color & Concept : Minar Rahman
- Editing : Wali Hasan
- Direction : Minar Rahman
Ochena Obhimaner Gaan Song Lyrics In Bengali :
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
না বলা কথার বাঁকে
পুরোনো বইয়ের ফাঁকে,
পড়ে ছিল শুধু চিঠির খাম।
তুমিও হঠাৎ হারিয়ে গেলে অজানায়
স্বপ্নরা কোথায় মিলিয়ে গেলো
অচেনা ঠিকানায়।
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
নানা নানা নানা না…
কত স্মৃতির আড়ালে
কত জোছনা হারালে,
কত বৃষ্টির ফোঁটায়।
কত কান্না হারায়
তুমি আগের মতো আছো কিনা
তা জানি না, তা জানি না।
আমিও বদলে যাবার মিছিলে
বদলে গিয়েছি, বদলে গিয়েছি।
সময় ফুরিয়ে গেলে
স্মৃতিরা ডানা মেলে
উড়ে উড়ে যায় আপন ঠিকানায়।
তুমিও বদলে গেলে
কোথায় হারিয়ে গেলে
খুঁজি তোমাকে ভুল ইশারায়।
দূর থেকেই
তোমায় দেখেছি একা দাঁড়িয়ে,
তোমায় নিয়ে লেখা কবিতা গুলো
সব কোথায় পালিয়ে।
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
নানা নানা নানা না…