Hothat Ele Song Is Sung by Rupankar Bagchi. Music Composed by Pandit Debojyoti Bose. Hotath Ele Hotath Hariye Gele Lyrics In Bengali Written by Prabir Mukhopadhyay.
- Song : Hothat Ele
- Vocals : Rupankar Bagchi
- Composed & Music Arrangement : Pt. Debojyoti Bose
- Lyrics : Prabir Mukhopadhyay
- Recorded, Mixed & Mastered : Sanjay Ghosh
- Director : Avik Sarkar
- Cinematography & Edit : Dipankar Das
- Color : Sunny
- Production Controller : Subhajit Chakraborty
- Label : Asha Audio
Hothat Ele Song Lyrics In Bengali :
হঠাৎ এলে, হঠাৎ হারিয়ে গেলে
হঠাৎ একটা দমকা হাওয়া এলো,
ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে
এমন খেলা খেলে কি লাভ হলো ?
হঠাৎ সবই লাগলো ভীষণ ভালো
হঠাৎ করে উঠলো বুকে ঢেউ,
হঠাৎ আলোর ঝর্ণা ঝরে গেলো
হঠাৎ করে আপন হলো কেউ।
মাতিয়ে দিলে সব মাতিয়ে দিলে
পাগল করে ছাড়লে কেন বলো ?
এমন খেলা খেলে কি লাভ হলো ?
হঠাৎ করে এমন যদি হতো
দেখছি যা সব মিথ্যে হয়ে যায়,
তুমি ছিলে তুমি শুধু আছো
এটাই শুধু সত্যি হয়ে থাক।
হঠাৎ করে আগুন উঠলো জ্বলে
এক নিমেষে আকাশ হলো লাল,
যাচ্ছি বলে এইতো সেদিন গেলে
লাগছে তবু যেন কত কাল।
জ্বালিয়ে দিলে সব জ্বালিয়ে দিলে
তুমিও তবে আমার সঙ্গে চলো,
এমন খেলা খেলে কি লাভ হলো ?
হঠাৎ এলে, হঠাৎ হারিয়ে গেলে
হঠাৎ একটা দমকা হাওয়া এলো,
ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে
এমন খেলা খেলে কি লাভ হলো ?
এমন খেলা খেলে কি লাভ হলো ?
এমন খেলা খেলে কি লাভ হলো ?