Hoyto Evabe Lyrics – Next Door Neighbor

24

Hoyto Evabe lyrics Bengali Song Singer- R Bashar Lisan Composer- Avishek Bhattacharjee Lyricist- Zahidul Haque Apu Drama: Next Door Neighbor

Hoyto Evabe Song Details :

  • Song: Hoyto Evabe
  • Singer: R Bashar Lisan
  • Composer: Avishek Bhattacharjee
  • Lyricist: Zahidul Haque Apu
  • Drama: Next Door Neighbor

Hoyto Evabe Lyrics In Bengali :

কিছুটা হয়তো এভাবে
বুঝে না বোঝায় গল্পতে
দূরত্বটা হঠাৎ পালায়
লুকো চুরি আবে খেলায়
জানিনা কি কি হয়
কি হবে আর কি হবে না

হারিয়ে যাক আজ
সব ভুল যন্ত্রণা
শুধুই থাকুক
তোমার আমার
অনুভূতি ভালো লাগা
শুধুই থাকুক আজ
তোমার আমার
অনুভূতি ভালোবাসা

হিসেবে খাতার সংখ্যাতে
কবিতা লেখার চেষ্টাতে
স্বপ্নগুলো মিলে যায়
নতুন কোন সুখের আশায়
জানিনা কি হয়ে
কি হবে আর কি হবে না

হারিয়ে যা আজ
সব ভুল যন্ত্রণা
শুধুই থাকুক
তোমার আমার
অনুভূতি ভালো লাগা
শুধুই থাকুক আজ
তোমার আমার
অনুভূতি ভালোবাসা

কিছুটা হয়তো এভাবে
বুঝে না বোঝায় গল্পতে
দূরত্বটা হঠাৎ পালায়
লুকো চুরি আবে খেলায়
শুধুই থাকুক
তোমার আমার
অনুভূতি ভালো লাগা
শুধুই থাকুক আজ
তোমার আমার
অনুভূতি ভালোবাসা

Previous articlePremeri Jokhom Lyrics – Ghumpori
Next articleKeno Ei Mone lyrics – Sonu Nigam