Premeri Jokhom Lyrics bengali song is sung by Mahtim Shakib and Shithi Saha from Ghumpori bengali movie. Starring Pritom Hasan, Tanjin Tisha
Premeri Jokhom Song Details :
- Song Name: Premeri Jokhom
- Film: Ghumpori
- Singer: Mahtim Shakib and Shithi Saha
- Lyricist: Jahid Preetom
Premeri Jokhom Lyrics In Bengali :
মুখে নিও প্রিয় ডাক নাম
মুছে দিয়ে শত পিছুটান,
কাজল চোখে মাখা দেখো
এলোমেলো অভিমান।
ধুলো পড়া বইয়ের আবডালে
লুকানো অপেক্ষা খুঁজে,
এক বিকেলে বাড়ি যাবো না
তোমার পাশে হাঁটবো ভেবে।
তুমি হাসলে.. পাশে হাঁটলে..
কেন থমকে যায় সময়?
তুমি হাসলে.. পাশে হাঁটলে..
কেন থমকে যায় সময়?
আমি বোকা অনুভবে,
বোবা অভিসারে,
অপলক কাটাই প্রহর!
এ কেমন প্রেমেরই জখম?
হৃদয় জ্বরে পুড়ে অভিমান,
আনমনে নোনা প্রেমের ভাঁজে
প্রিয় মুখে জমে অপলাপ।
তুমি ডাকলে.. ফিরে চাইলে..
কেন দুঃখ ছোঁয় আমায়?
তুমি ডাকলে.. ফিরে চাইলে..
কেন দুঃখ ছোঁয় আমায়?
আমি বোকা অনুভবে,
বোবা অভিসারে,
অবেলায় সাজাই বাসর!
এ কেমন প্রেমেরই জখম?
হৃদয় জ্বরে পুড়ে অভিমান,
আনমনে নোনা প্রেমের ভাঁজে
প্রিয় মুখে জমে অপলাপ।