Hridoy Jurey Lyrics Title Song Is Sung by Imran And Bristy. Starring: Nirab Hossain And Priyanka Sarkar. Music Composed by Imran Mahmudul And Ei Hridoy Jure Shudu Tumi Ekjona Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.
Hridoy Jurey Lyrics by Imran And Bristy :
- Song : Hridoy Jurey (Title Track)
- Singer : Imran & Bristy
- Music : Imran Mahmudul
- Lyricist : Robiul Islam Jibon
- Choreography : Pongkoj
- Directed By : Rafique Sikder
- DOP : Mithu Monir
- Produce By : Monir Hossain Juboraj
- Presented By : Star Pipes & Plastics Ltd.
- Digital Content partne r: Live Technologies Ltd
Hridoy Jurey Title Song Lyrics In Bengali :
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।
তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে
চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।
দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা
প্রিয় প্রিয় গল্পে আমার, কেউ নেই তুমি ছাড়া।
দিনের সুচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।