Hridoyer Anginay Is a Bangla Song. This Song Is Sung By Atiya Anisha. Music Created by Jahid Nirob. This Song’s Lyrics and Tune were Created By Rayhan Islam Shuvro And Jahid Nirob.
Song Details:
- Song : Hridoyer Anginay – হৃদয়ের আঙিনায়
- Lyrics : Rayhan Islam Shuvro
- Tune : Jahid Nirob
- Singer : Atiya Anisha
- Music Director : Jahid Nirob
- Music Mix : Sumon Parvez
- Music Arrangement : Adib Kabir
- Studio : Butter Communication
- Music Label: SVF Music
Hridoyer Anginay Song Lyrics in Bengali:
হৃদয়ের আঙিনায় চুপি চুপি তুমি
কখন এলে মনের অজানায়
লুকিয়ে লুকিয়ে আধো আধো প্রেমে
হারিয়েছি তোমার ইশারায়
একবার আমায় তুমি বুকে টেনে নাও
আমার হয়ে আমাতে তুমি মিশে যাও
ঘড়ির কাঁটা থেমে থাকে আনমনে
কখন তোমার দেখা পাবো
বুকের বাঁ পাশে তুমি বেঁধেছ ঠিকানা
আমার আমি তোমাতেই হারাই
একবার আমায় তুমি বুকে টেনে নাও
আমার হয়ে আমাতে তুমি মিশে যাও