Icche Puron Lyrics Song Is Sung by Shawon Gaanwala And Anishafrom Bujh Balika Obujh Balok Bangla Natok 2020. Starring : Manoj Pramanik And Tajzi Hossain. Music Composed by Sajid Sarker And Hok Tobe Icchepuron Lyrics In Bengali Written by Asif Iqbal.
Icche Puron Lyrics by Shawon Gaanwala And Anisha :
- Song: Icche Puron
- OST of Drama ‘Bujh Balika Obujh Balok’
- Vocal: Shawon Gaanwala & Atiya Anisha
- Lyrics: Asif Iqbal
- Tune & Composition: Sajid Sarker
- Starring: Manoj Pramanik & Tajzi Hossain
- Cinematographer: Ridoy Sarker
- Edit: Jobayer Abir Peal
- Direction: Mizanur Rahman Aryan
- Producer: Shahriar Shakil
- Production: Alpha-i
- Label: Gaanchill Music
Icche Puron Song Lyrics In Bengali :
চলো স্বপ্ন বুনি,
ভালোবেসে তারা গুনি
চলো যৌথ বাঁচি,
তুমি আমি যাই আছি।
ভালোবেসে থেকে যাই কাছাকাছি।
এ জীবন হয়ে যাক ও জীবন
হোক তবে ইচ্ছে পূরণ,
শুরু হোক অন্যরকম, জীবন যাপন।
চলো সুখে থাকি, সুখে রাখি
পৃথিবী যেভাবে আমাদের রাখে।
ও.. মান অভিমানে আহ্বনে
সময় আমাদের যেখানে রাখে,
চলো ভোর দেখি, রাত জাগি
জোছনা হৃদয়ে মেখে।
এই মন ছুঁয়ে যাক ওই মন
হোক তবে ইচ্ছে পূরণ,
এ জীবন ছুঁয়ে যাক ও জীবন।
এ জীবন হয়ে যাক ও জীবন
হোক তবে ইচ্ছেপূরণ,
শুরু হোক অন্যরকম, জীবন যাপন।
এই কাছে থাকি, দূরে যাই
অথৈ আবেগের নদীতে ভেসে,
ও হো শুধু ডাকাডাকি মাখামাখি
অতল অনুভূতি ছুঁয়ে এসে
চলো চোখ বুজে কথা শুনি
হারিয়ে জড়িয়ে থেকে।
এ জীবন হয়ে যাক ও জীবন
হোক তবে ইচ্ছেপূরণ,
শুরু হোক অন্যরকম, জীবন যাপন।
এই মন ছুঁয়ে যাক ওই মন
হোক তবে ইচ্ছে পূরণ,
এ জীবন ছুঁয়ে যাক ও জীবন।