Age Janle Prem Kortam Na Lyrics Song Is Sung by Baul Sukumar. Music Composed by Tanzil Hasan. Starring: Afjal Sujon And Ontora.Eagle Music Brings 2020 New Song For Bengali Music Lovers. Proudly Presenting Official Music Video “Age Janle Prem Kortam Na” Bangla Song Exclusively Only On Eagle Music’s Special Music Video Channel “Eagle Music Video Station”. Just Enjoy Bangla New Song 2020 Aghe Janle Prem Kortam Na And Share With Your Loved One’s.
Age Janle Prem Kortam Na Lyrics by Baul Sukumar :
- Song: Age Janle Prem Kortam Na (আগে জানলে প্রেম করতাম না)
- Singer: Baul Sukumar
- Lyrics & Tune: Ehsan Rahi
- Flute: Munshi Jewel
- Music: Tanzil Hasan
- Starring: Afjal Sujon & Ontora
- DoP: Rajon Romm
- Edit: Imratul Islam
- Color: Shamim Hossain
- Story: Eagle Team
- Label: Eagle Music
- Directed by Eagle Team
Age Janle Prem Kortam Na Song Lyrics In Bengali :
আশায় আশায় বুক বাঁধি,
আশায় আশায় বুক বাধি
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।
ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।
তোর রূপের গুনে কোনো কিছু বিচার করি নাই
এই মন পিঞ্জরে তুই ছাড়া অন্য কেহ নাই।
দেখাইতে পারিতাম যদি এই বুকটারে তোরে
কত যত্নে রাখছি আমি মনের মীনারে।
ও বন্ধু রে,
প্রেমের জ্বালা এতো জ্বালা
আগে জানলে প্রেমে পড়তাম না আমি
আগে জানলে প্রেমে পরতাম না।
জানতাম যদি যাবি ছাইড়া
স্বপ্ন দেখতাম না,
তোরে নিয়া ঘর বাঁধিবার
আশায় রইতাম না।
লোকে এখন পাগল বলে
আমায় দেখিয়া, আমি
অন্তর জ্বালায় পুইড়া মরি
দেখো আসিয়া।
বন্ধু রে,
সব হারাইয়া উজাড় হইলাম
আগে জানলে ভালোবাসতাম না আমি
আগে জানলে ভালোবাসতাম না।
আশায় আশায় বুক বাঁধি,
আশায় আশায় বুক বাধি
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।
ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।