Jabar Belay Tumi Ogo Song Is Sung by Rupankar Bagchi from Sohaag Bengali Album. Music Composed by Kripa Bihab And Song Lyrics In Bengali Written by Arindam Chakraborty.
- Song : Jabar Belay Tumi Ogo
- Album Name : Sohaag
- Singer : Rupankar Bagchi
- Lyrics : Arindam Chakraborty
- Music Composer : Kripa Bihab
- Music Arrangement : Bijan-Tintin
- Recording & Mixing : Goutam Basu
- Label : Asha Audio
Jabar Belay Tumi Ogo Song Lyrics In Bengali :
যাবার বেলায় তুমি ওগো
পিছু পানে আর ডেকোনা,
মনের কোনে ভালোবেসে
স্মৃতিটুকু আর রেখোনা।
যাবার বেলায় …
যাবেই যদি এলে কেন
শূন্যবুকের মাঝে,
সারেঙ্গিটা নিশিত রাতে
করুন শুরে বাজে।
সাঁঝে আকাশে, নতুন করে
প্রদীপ তুমি জ্বেলো না ..
যাবার বেলায় তুমি ওগো
পিছু পানে আর ডেকোনা,
মনের কোনে ভালোবেসে
স্মৃতিটুকু আর রেখোনা।
যাবার বেলায় …
দূরেই যদি রাখবে তবে
মিছে কেন কাছে এলে,
চোখের জলে সাগর কূলে
আমায় ভাসিয়ে দিলে।
দখিনা বাতাসে ফিরে এসে তুমি
মনেতে রং ঢেলো না ..
যাবার বেলায় তুমি ওগো
পিছু পানে আর ডেকোনা,
মনের কোনে ভালোবেসে
স্মৃতিটুকু আর রেখোনা।
যাবার বেলায় ….