Jeno Muthor Rumal Lyrics From Bengali Movie Antaheen. This Song Sung By Antara Chowdhury And Srikanto Acharya. Music Composed By Shantanu Moitra. Featuring By Radhika Apte And Rahul Bose. Others Cast – Mita Vashisth, Aparna Sen, Kalyan Ray Sharmila Thakur And Others.
- Movie Name – Antaheen
- Singers – Antara Chowdhury & Srikanto Acharya
- Music Composer – Shantanu Moitra
- Director – Aniruddha Roy Chowdhury
- Lyrics – Anindya Chatterjee & Chandril Bhattacharya
- Release dates – 23 January 2009
Jeno Muthor Rumal Lyrics In Bengali :
যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
যেন গানের বাগান বাগান আকাশ নীল
যেন ঘুমের বনে বনে আসে হরিন।
কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে, ঘুরে ঘুরে
হুম..
গাছে গাছে তার কাছে চিঠি আছে।
যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে, ঘুরে ঘুরে।
গা ধুয়ে সন্ধ্যে দিল উদাস দিন
পায়ে পায়ে আলপনা হল রঙিন
উদাস দিন হল রঙিন
ফেরিওয়ালা ডাক দিলো অচিনপুর
এলোচুলে নদী নামে সারা দুপুর
অচিনপুর, হুম.. সারা দুপুর
ঝিকিমিকি কথা, আলোছায়া
বেপথু এ হাওয়া ঠিকানা চায়।
হুম.. যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল।
কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে, ঘুরে ঘুরে।
হুম..
গাছে গাছে তার কাছে চিঠি আছে।