Naam Harano Kono Pother Thikana Lyrics – Srikanto Acharya

  • Singer – Srikanto Acharya 

   Naam Harano Kono Pother Thikana Lyrics In Bengali

নাম হারানো কোন পথের ঠিকানায়,

নাম হারানো কোন পথের ঠিকানায়

আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়

তাই রাতের শেষে রোদ্দুর এসে,

আমায় নিয়ে যায়.. (x2)

নাম হারানো কোন পথের ঠিকানায়

আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়

ফেলে আশা কোন দিনের নিরবতা

জেগে ওঠে আজ অন্য মোখরতায়

ফেলে আশা কোন দিনের নিরবতা

জেগে উঠে যেন বলে যেতে চায়

যাবে যদি চলো অন্য পথে,

যে পথে মন যেতে চাই

বেধেঁ নিও গান অন্য শুরে,

স্বপনে আবেসে ভেসে যেতে যেতে

নাম হারানো কোন পথের ঠিকানায়

আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়

কালো মেঘে  তারা দেখো জ্বলে

ডেউ ওঠে তাই কি নিথর নদী জলে

কালো মেঘে  তারা দেখো জ্বলে

নদী জলে ডেউ শোনো বলে যায়

পাড়ি দেবো আজ অন্য সাগর,

নোনা হাওয়া মেখে গায়

মিলাবো হাত আজ অন্য হাতে,

আলোতে ছায়াতে মিসে যেতে যেতে

নাম হারানো কোন পথের ঠিকানায়

আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়

তাই রাতের শেষে রোদ্দুর এসে,

আমায় নিয়ে যায়..

নাম হারানো কোন পথের ঠিকানায়,

আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়

Previous articleE Raat Jaga Pakhi Lyrics – Srikanto Acharya
Next articleJENO MUTHOR RUMAL Lyrics – Antaheen