Jeno Tomari Kache Song Is Sung by Ash King And Somlata Acharyya Chowdhury. And Lyrics Written by Prasen From Shudhu Tomari Jonyo Bengali Movie. Starring: Dev, Mimi Chakraborty, Srabanti Chatterjee And Soham Chakraborty. Music composed by Arindom Chatterjee.
- Song : Jeno Tomari Kache
- Movie : Sudhu Tomari Jonno (2015)
- Singer : Ash King And Somlata Acharyya Chowdhury
- Music Composer : Arindom Chatterjee
- Lyrics : Prasen
- Director : Birsha Dasgupta
- Producer : Shrikant Mohta
- Production : Shree Venkatesh Films
Jeno Tomari Kache Song Lyrics In Bengali :
পারে, মন খারাপই পারে
তোমায় ফেরাতে,
এসো, মনের কুল-কিনারে
না হয় বেড়াতে।
ও.. পারে, মন খারাপই পারে
তোমায় ফেরাতে,
এসো, মনের কুল-কিনারে
না হয় বেড়াতে।
মন হলে দাঁড়িয়ে
একবার ডেকো সঙ্গপন,
মোম গোলে হয়েছে আঁধার
জ্বালিয়ে রেখো মন।
যেন তোমারি কাছে
জমে অভিমান আছে,
যেন তোমারি কাছে
জমে অভিমান আছে।।
আজ না হয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঁটা আগুন,
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম।
মন বলে
তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই,
মোম গলানো সন্ধ্যে বার বার
থাকছি ছুঁয়ে তাই।
যেন তোমারি কাছে
জমে অভিমান আছে,
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে।।
দাও আমায় বলে কোন গোপনে রাখা
মেঘে ঢাকা আকাশের দেশ,
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ।
মন হলে দাঁড়িয়ে
একবার ডেকো সঙ্গপন,
মোম গোলে হয়েছে আঁধার
জ্বালিয়ে রেখো মন।
যেন তোমারি কাছে
জমে অভিমান আছে
যেন তোমারি কাছে
জোমে অভিমান আছে।।