Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics – Manna Dey

141
Coffee Houser Sei Addata Lyrics

Bohubrihi presents a tribute to Manna Dey, a legend of music. “Coffee House er adda” is an all time famous song by Manna Dey that created history. Bohubrihi dares to perform a respectfully cover of this hit song.

  • Singer – Manna Dey
  • Song – Coffee Houser Sei Addata (কফি হাউসের সেই আড্ডাটা)
  • Music – Suparnakanti Ghosh
  • Lyrics – Gauriprashanna Majumder

Coffee Houser Sei Addata Lyrics In Bengali:

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই…

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে

জীবন করে নি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই…

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখ্ পতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ীবাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে

নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই…

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা

চারমিনারটা ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই…

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হোল না কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোশালে অ্যামেচার নাটকে

রমা রায় অভিনয় করতো

কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই…

সেই সাত জন নেই

আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা অজোও খালি নেই

একই সে বাগানে আজ

এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এল গেলো

কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই..

Previous articlePiya O Re Piya Lyrics – Tere Naal Love Ho Gaya – Atif Aslam – Shreya Ghoshal
Next articleJeno Tomari Kache Lyrics – Sudhu Tomari Jonno