Jhogra Kori Chol Lyrics (ঝগড়া করি চল) Dabaru

45
Jhogra Kori Chol Lyrics

Jhogra Kori Chol Lyrics Bengali Song Is Sung by Mainak Mazoomdar And Surangana Bandhyopadhyay from Dabaru Bengali Movie. Starring Arghya Basu Roy, Samadarshi Sarkar, Rituparna Sengupta, Chiranjit Chakraborty And Many More. Jhogra Kori Chol Lyrics In Bengali Written by Prasen. Mixing And Mastering by Shiladitya Sarkar. Dabaru Bengali Film Directed by Pathikrit Basu And Produced by Windows.

  • Song : Jhogra Kori Chol
  • Film : Dabaru
  • Singer : Mainak Mazoomdar And Surangana Bandhyopadhyay
  • Composer And Lyricist : Prasen
  • Arrangements : Raja Chowdhury And Mainak Mazoomdar
  • Additional Programming : Rupak Tiyari
  • Directed by : Pathikrit Basu
  • Presented by : Nandita Roy and Sanjay Agarwal
  • Produced by : Windows

Jhogra Kori Chol Song Lyrics In Bengali :

তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?

তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?
না বলে এসেছি বাড়িতে
চড়বো বলে খেলনা গাড়িতে।

তাহলে কি আজকে সারাদিন
ভাববো বসে তুই কত রঙ্গীন,
দেখছি রোজই আমার জামার ধুলো
তোর চটি আর তোরই বোতাম ছুঁলো,
তাহলে একটু ঝগড়া করি চল।

ঝিনিয়ে গেলে আমি ঠান্ডায়
তোরই গন্ধ চাদর মেলে জল,
তুই রাত পোহানো আগুন জ্বালিয়ে যা
আর আমার খালি ঘুম পেয়ে যা।
তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?

আমার সাইকেলের চাকা
বারবার তোরই দিকে ফিরে ফিরে যায়,
আমার ফ্যান এর ব্লেডের হাওয়া
তুই চাইলেই তাকে লোডশেডিং এ পায়।

হাত থেকে কিছু বেলুন উড়ে যায়
আমাদের দিকে আকাশ তাকাক,
তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?

Previous articleEkanto Golaap Lyrics (একান্ত গোলাপ) Indalo Band
Next articleKolkata Shohore Lyrics – Ashes Band – Zunayed Evan