Ekanto Golaap Lyrics Bengali Song Performed by Indalo Band from The Album Uttor Khujchi Dokkhine. Starring Aminur Rahman Mukul And Sanjida Preeti. This Video Song Cinematography And Directed by Monzur Anik. Ekanto Golaap Lyrics In Bengali Written by Zubair Hasan And Produced by Swami Ma Banyan and Indalo Bangla Rock Band from Bangladesh. This Bengali Song Recorded by And Mixed by Swami Ma Banyan And Mastered by Cefe Flynn.
- Song : Ekanto Golaap
- Band : Indalo
- Lyricist : Zubair Hasan
- Direction and Cinematography : Monzur Anik
- AD : Monorom Polok
- Edit : Monzur Anik And Sumit Kumar Roy Shuvo
- Color Grading : Ummid Ashraf
- Title Design : Kazi Masud Tanvir Rownak
- Production company : Filmesque and Goopy Bagha
- productions Limited
- Produced by Swami Ma Banyan and Indalo
- Online distribution by Qinetic Music, LLC
Ekanto Golaap Song Lyrics In Bengali :
তোমার ভেতরে
একা ভেঙে পড়ে কেউ,
চেনা যায় না চোখ
আসছি বলে যায় সরে সেও।
তবু সন্ধ্যায় তোমার জানলায়
কেউ রেখে যাবে না ফুল..
যে যায় সে কি আসে,
যে যায় সে কে আসলে ছিল?
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়,
তুমি তোমার –
একান্ত প্রিয় গোলাপ।
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
চলে যায় যাক তাতে কি আসে যায়,
কেউ নেই –
পড়ে থাকে একা গোলাপ।
তোমার গল্পেরা
শেষ হয় না জেনে,
আটকে থাকে দিন
সেলফোন আর সাদা সিলিং-এ।
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়,
তুমি তোমার –
একান্ত প্রিয় গোলাপ।
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায় যাক তাতে কি আসে যায়,
কেউ নেই –
পড়ে থাকে একা গোলাপ।
তোমার দিন কেটে যাক কবিতায়
চিরচেনা বিষন্নতায়,
তুমি তোমার, তুমি তোমার।
তোমার রাত ডুবে থাক শূন্যতায়
তোমার গল্পে তুমি, শুধু তোমার।
আমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়,
আমি আমার –
একান্ত প্রিয় গোলাপ।
আমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায় যাক তাতে কি আসে যায়,
কেউ নেই –
পড়ে থাকি, পড়ে থাকে একা গোলাপ।
পড়ে-থাকো গোলাপ,
পড়ে থাকি গোলাপ।