Jibonta Cigaretter Chai Lyrics – James

Jibonta Cigaretter Chai Song Is Sung by James from Deshe Valobasha Nai Bengali Mixed Album. Jibonta Chai bengali Song Lyrics.

  • Song : Jibonta Chai
  • Album Name : Deshe Valobasha Nai
  • Singer : James

Jibonta Cigaretter Chai Song Lyrics In Bengali :

কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
পারছনা বলতে কাউকে আপন ভেবে তা।
তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
বলবে এবার কাউকে আপন ভেবে তা।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

তোমার চোখের তারায় বিপন্ন স্বপ্ন ঘুমায়
জাগাও তাকে আশার বাণীতে কিসে ভয়।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোঁক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

Previous articleKobita Lyrics – James – Noble Man
Next articleKE KOTO DURE Lyrics – Imran, Kona Bangla Song
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.