Kobita Lyrics – James – Noble Man

Kobita Song Is Sung by James. Kobita Tumi Shopnocharini Hoye Bengali Song Lyrics And Music composed by James and Nagar Baul Band. Kobita Bangla Song Cover by Noble Man.

  • Song : Kobita Tumi Shopnocharini
  • Singer : James
  • Band : Nagar Baul
  • Cover Credits :
  • Vocals : Mainul Ahsan Noble
  • Arrangement & Guitars : Suvam Moitra
  • Piano & Keys : Souktik Mazumder
  • Bass : Bachospati Chakraborty
  • Percussion : Bihu Mukherjee
  • Flute : Partho Sarathi Roy

Kobita Song Lyrics In Bengali :

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন,
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা,
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল..

Previous articleJe Kawta Din Lyrics – Reprise Version | Anupam Roy | Iman Chakraborty
Next articleJibonta Cigaretter Chai Lyrics – James
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.