Jotobar Dekhi Mago Tomay Ami Lyrics In bengali by Lata Mangeshkar: Presenting “Jatobar Dekhi Maa Go Tomay Ami” Bangla Song Lyrics from Toofan Bengali Movie. Music composed by And the lyrics of this song are penned by Swapan Chakraborty. Starring: Shakuntala Barua, Indrani Dutta, Chiranjeet Chakraborty, Tapas Pal, Rupa Ganguly, Abhishek Chatterjee.
- Song Credits:
- Movie: Toofan (1989)
- Song: Joto Bar Dekhi Maa Go
- Singer: Lata Mangeshkar
- Music Director & Lyricist: Swapan Chakraborty
- Director: Biresh Chattopadhyay
Jotobar Dekhi Mago Tomay Ami Lyrics In Bangla :
যত বার দেখি মাগো তোমায় আমি
সাধ মাটেনা কভু তোমায় দেখে
সবাই বলে ভগবান সুন্দর
হবে নাতো সুন্দর তোমার থেকে
যত বার দেখি মাগো তোমায় আমি (x2)
ভয় পেলে ব্যাথা পেলে মুখে আসে মা
সুখেতে দুঃখেতে মুখে আসে মা (x2)
তোমার আঁচল তলে স্বর্গেও সুখ মেলে
তার চেয়ে আনন্দ মা ডেকে
যত বার দেখি মাগো তোমায় আমি
যত বার দেখি মাগো তোমায় আমি
হয় যদি নিতে মোর জনম আবার
প্রতি জনমেতে চাই চরণ তোমার
তোমার তুলনা তুমি তাই তো তোমায় নমি
ধন্য তোমার স্নেহ সুধা মেখে
যত বার দেখি মাগো তোমায় আমি
যত বার দেখি মাগো তোমায় আমি
সাধ মাটেনা কভু তোমায় দেখে
সবাই বলে ভগবান সুন্দর
হবে নাতো সুন্দর তোমার থেকে
যত বার দেখি মাগো তোমায় আমি