JUDDHO Bangla Lyrics (যুদ্ধ) by Bangla Five Band. JUDDHO Bangla Lyrics by Bangla Five Band. যুদ্ধ Bangla Lyrics by Bangla Five Band. Bangla Five band new song Juddho bangla lyrics. Juddho mp3 song free download.
Song Details:
- Song Name: JUDDHO (যুদ্ধ)
- Lyric, tune, vocal: Sina Hasan
- Song and arrangement: Bangla Five
- Guest guitarist: Azmain Adil (RADIOACTIVE band)
- Bass and drums: Adnan Rushdi
- Mix, Master: Anik Ahammed (Butter)
- Voice processed by jawad Parvez and Hasan Ashraful Sajal
JUDDHO Bangla Lyrics (যুদ্ধ) by Bangla Five Band:
এককালে যুদ্ধ ছিলো খালি হাতে
যুদ্ধ হতো পাথরে পাথর আঘাতে
তারপরে যুদ্ধ খোলা তরোবারি
কামানের নলের তাকে হত্যাকারী
যুদ্ধ করে অনু
যুদ্ধে পরমানু
যুদ্ধ মাথার লালচে নীল আকাশ
বুলেট নয় বোমা নয়
যুদ্ধ করে ময়দানে ভাইরাস।
যুদ্ধ নিজের হাতে ভাতের থালা
ক্ষুধায় এক শিশুর পেটে আগুন গোলা
যুদ্ধ মায়ের হাতে বিষের শিশি
ওইভাবে মরে গেলেও ভালোবাসি।
ভালোবাসা যুদ্ধ হবার আগেও ছিলো
শেকলে দুনিয়াটা বাধাও ছিলো
সে বাধন চাইছে একক নিয়মনীতি
ক্ষমতার পিরামিডে উর্ধ্বগতি।
পিরামিডে হচ্ছে জমা লাশের সারি
তারপর কয়েক দশক আহাজারি
কখনো যুদ্ধশেষে চুক্তি হলে
কোনদিন হাসবে মানুষ সুযোগ পেলে।
কোনদিন হাসবে প্রতিষেধক পেলে
আবারো হাসবে মানুষ অস্ত্র পেলে
হাসছে এখন কারা
অস্ত্র বানায় যারা
কাঁদছি তবু না ছুঁই মায়ের লাশ
বুলেট নয় বোমা নয়
যুদ্ধ করে ময়দানে ভাইরাস।