Kababer Haddi Lyrics By Protic | Pritom Hasan

332

Kababer Haddi Bengali Wedding Song Is Sung by Protic Hasan And Music Composed by Pritom Hasan. Sabnam Faria, Marzuk Russell, Ziaul Hoque Polash, Mashrur Enan, Protic Hasan, Pritam And Others.

Kababer Haddi Lyrics Info:

  • Song : Kababer Haddi
  • Singer : Protic Hasan
  • Tune and Composition : Pritom Hasan
  • Lyrics : Pritom & Protic
  • Directed by : Kajal Arefin Ome
  • Choreographer : Khaled Mahmud
  • Chief AD : Shimul Sharma
  • Production : Runout Films
  • In association with Boom Films
  • Record Label : Gaanchill Music

Kababer Haddi Song Lyrics In Bengali :

ঘোমটা তুমি খোলো যদি
পড়ে যাব প্রেমে,
চুম্বকেরই মতো তুমি
আমায় নিবে টেনে।
আরে মিয়া বিবি রাজি
তবু কত কোটি বাজি,
আর এদিক সেদিক ছোটে কত
আত্মীয় আর কাজিন।
কাবিন হবে কত, আইটেম কত গুলো
কতজন আসবে রে ভাই
গুনে গুনে বলো।
দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা।
এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো,
এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো।
তোমার আব্বু নাকি ফেরত আসছে
সাইবেরিয়া থেকে,
তার ঝাঁঝওলা ঐ গলা শুনে
আত্মা ওঠে কেঁপে।
তোমার আম্মুর মনটা কাঁচের বোতল
পড়লে যাবে ভেঙে,
তাই তার কথাতে এই বিয়েটা
সবাই নিল মেনে।
তোমার আমার প্রেমে
সবাই কাবাবের হাড্ডি,
তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি।
দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..
Previous articleTomake Cheyechi Sevabe Lyrics By Subhrajit Panda
Next articlePriyotama Lyrics By Anirban Bhattacharya | Dracula Sir