Kachakachi lyrics ( কাছাকাছি ) is a new Song 2020. It is from the Drama named fashion. Avraal Sahir is the singer of this melodious song. Tune and lytrics are also written by Avraal Sahir. Casts of the songs are Md. Ziaul Faruque Apurba, Mehazabien Chowdhury. Have a look at this lyrics in Bangla
Song Credits:
- Song: KachaKachi
- Drama: Fashion
- Singer: Avraal Sahir
- Lyrics: Avraal Sahir
- Tune & Music: Avraal Sahir
- Cast: Md. Ziaul Faruque Apurba, Mehazabien Chowdhury
- DOP : Kamrul Islam Shubho
- Producer: Sarwar Bappi
- Script & Direction: Mohidul Mohim
Kachakachi lyrics in Bengali:
বোঝে না মন বোঝে না
তোকে ছাড়া ভালো লাগে না ।
দিশেহারা তোকে খুঁজে
তোর মাঝে চেয়ে ঠিকানা ।
যতই দূরে তুই থাক না
তোর মনেরই কাছে রাখনা ।
কাছাকাছি তোকে না পেলে
থেমে যায় আমার সব ভাবনা ।
অগোছালো এজীবন আমার
তুমি গুছিয়ে দিলে ।
ভালোবাসা দিয়ে চিরঋণী
আমায় করে নিলে ।
অগোছালো এজীবন আমার
তুমি গুছিয়ে দিলে ।
ভালোবাসা দিয়ে চিরঋণী
আমায় করে নিলে ।
হাত ধরেছি ছাড়বো না
মরনের আগে…..
যতই দূরে তুই থাক না
তোর মনেরই কাছে রাখনা ।
কাছাকাছি তোকে না পেলে
থেমে যায় আমার সব ভাবনা ।
এদেহে প্রাণ থাকে না আমার
থাকো না যখন পাশে ।
তোমারই মন মায়ার জালে
জড়িয়ে নাও আবেশে ।
এদেহে প্রাণ থাকে না আমার
থাকো না যখন পাশে ।
তোমারই মন মায়ার জালে
জড়িয়ে নাও আবেশে ।
হাত ধরেছি ছাড়বো না
মরনের আগে…..
যতই দূরে তুই থাক না
তোর মনেরই কাছে রাখনা ।
কাছাকাছি তোকে না পেলে
থেমে যায় আমার সব ভাবনা ।
যতই দূরে তুই থাক না
তোর মনেরই কাছে রাখনা ।
কাছাকাছি তোকে না পেলে
থেমে যায় আমার সব ভাবনা ।