Mon theke bolini lyrics ( মন থেকে বলিনি ) is a heart touching New song sung by Imran Mahdul. Lyrics and tune is written by Snashish Ghosh. Rezwan Sheikh is the creator of the music. The drama is starring Ziaul Faruq Apurba, Tanjin Tisha. It is from the drama Pashapashi Bebodhan. Enjoy Mon Theke Bolini Lyrics in Bangla
Song Credits:
- Song : Mon Theke Bolini (মন থেকে বলিনি)
- Drama : Pashapashi Bebodhan
- Singer : Imran
- Lyric : Snashish Ghosh
- Tune : Snashish Ghosh
- Music : Rezwan Sheikh
- Cast : Ziaul Faruq Apurba, Tanjin Tisha
- DOP : Asaduzzaman Asad
- Direction : B.U. Shuvo
- Label : Suranjoli
Mon theke bolini lyrics in Bengali:
তুমি ছাড়া ভালো আছি যত তা বোঝাই ।
আসলে কি তুমি ছাড়া ভালো থাকা যায় ।
তুমি ছাড়া ভালো আছি যত তা বোঝাই ।
আসলে কি তুমি ছাড়া ভালো থাকা যায় ।
তোমাকে যে আর আমি ভালোবাসি না একদমই
মন থেকে বলিনি কোন দিনই…
তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায় ।
কতকিছু বলে ফেলি অভিমান হলে ।
সব কথাটা ধরে নিলে জীবন কি চলে ।
অভিমানী আমিটা তোআমার আমি না তো
চোখ দেখে তুমি কি, বোঝ কি ?
তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায় ।
তুমি ছাড়া দিন চলে না একটাও যে আমার ।
এতদিনে বোঝনি কি জায়গাটা তোমার ।
তোমাকে যে আর আমি ভালোবাসি না কদমই
মন থেকে বলিনি কোন দিনই…
তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায় ।