Kache Tobu Durey Lyrics-By Habib Wahid & Nancy

196
Kache Tobu Durey Lyrics

Kache Tobu Durey Bangla Song Lyrics. This song Singing by Habib Wahid & Nancy. Music Composed by Anim Khan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Habib wahid” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this.

Song Information:

  • Song : Kache Tobu Durey
  • Artists : Habib wahid & Nancy
  • Song composed, Produced & Arranged by Habib Wahid
  • Lyrics : Goonjohn Rahman
  • Label : Habib Wahid

Kache Tobu Durey Lyrics:

কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল
আমার স্বপ্ন জুড়ে শুধু তুমি
তবু তোমার কেন নয় আমি

পারিনা কেন ছুতে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবু এত দূরে
ফিরে আসি আবার ফিরে যায়
জানি যে শুধু তোমাকে চায়
দেখনা এ হৃদয়টা ঘুরে।

কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল

এসো ভুলে যাই যত বাঁধা
কালো, সাদা হোকনা রঙিন
তুমি আমি মিলে ঐ নীল
ডানামেলে ভাসি অমলিন

আমি জানিনা কি ছিল আগে
জানি শুধু তুমি যে আমার
তাই ভাবিনা কি আছে পরে
ভাবি শুধু আমি যে তোমার

ভালোবাসার ছোট্ট জীবন
কেটে যাক হাতে রেখে হাত
এর বেশি বলো আর কি চায়।

আমার স্বপ্ন জুড়ে শুধু তুমি
তবু তোমার কেন নয় আমি
পারিনা কেন ছুতে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবু এত দূরে
ফিরে আসি আবার ফিরে যায়
জানি যে শুধু তোমাকে চায়
দেখনা এ হৃদয়টা ঘুরে।

কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল।।

Previous articleOvimani Roddure Lyrics-Habib Wahid-Nandita-Operation Sundarban
Next articleTar Hawate Lyrics-Imran-Kona- Operation Sundarban