Tar Hawate Lyrics-Imran-Kona- Operation Sundarban

182
Tar Hawate Lyrics
Tar Hawate Lyrics by Imran Mahmudul And Kona from Operation Sundarban Bengali Movie Song. Music Composed by Aamlaann Chakraabarty. Tar Hawate Chole Je Dana Song Lyrics Written by S K Dip. Starring Siam Ahmed, Nusraat Faria, Raisul Islam Asad, Roshan, Darshana, Riaz, Arman Parvez Murad, Taskeen, Rawnak Hasan, Shatabdi Wadud, Manoj Pramanik, Tua Chakrabarty, Samina And Others.

Tar Hawate Song Details :

  • Song Name : Tar Hawate
  • Singer : Imran Mahmudul And Kona
  • Music : Aamlaann Chakraabarty
  • Lyrics : S K Dip
  • Art Director : Tapas Sarkar
  • Editor : Md. Kalam
  • Label : G Series

Tar Hawate Lyrics In Bengali :

না বলা কথা রেখেছি তুলে
এ মন উদাসী তোমাকে ছুঁলে,
নাম না জানা কোনো বিকেলে
সে কথা শুনাবো তোমাকে পেলে,
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু’চোখে তার ছবি ভাসে,
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু’চোখে তার ছবি ভাসে।
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া,
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া।
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।
Previous articleKache Tobu Durey Lyrics-By Habib Wahid & Nancy
Next articleBOLA HOY NA LYRICS-Tahsan-Mayashalik