Ke Diyeche Bish Lyrics is a beautiful song sung by Jayati Chakraborty. Ke diyeche O Chokher Jole Lyrics is written by Saikat Kundu. Asha Audio is the Music label. Download K Diyecehe Bish mp3 song lyrics in Bangla and English font. Song Credits Song : Ke Diyechhe Bish Singer : Jayati Chakraborty Music : Dr. …
Ke Diyeche Bish Lyrics by Jayati Chakraborty :
Song : Ke Diyechhe Bish
Singer : Jayati Chakraborty
Music : Dr. Ratnadeep Das
Lyrics : Saikat Kundu
Music Label : Asha Audio
Ke Diyeche Bish Song Lyrics In Bengali :
কে দিয়েছে বিষ ও চোখের জলে
কে তোমাকে গেলো ছুঁয়ে,
কে দিয়েছে বিষ ও চোখের জলে
কে তোমাকে গেলো ছুঁয়ে।
কে তোমার বুকে সারারাত ছিল
বিষাদের মতো শুয়ে,
কে এত আগুন জ্বালিয়েছে বলো
কে এত পোড়ায় সই,
চিরকাল শুধু দোষী করে গেলে
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ ও চোখের জলে।।
কে তোমার পাশে পাশে সারাদিন
ছায়ার গভীরে হাঁটে,
কে গো চোখে চোখ হাতে হাত রাখে
শরীরে শরীর মাখে।
কে তোমার পাশে পাশে সারাদিন
ছায়ার গভীরে হাঁটে,
কে গো চোখে চোখ হাতে হাত রাখে
শরীরে শরীর মাখে।
কি পেয়েছ তুমি, কি দিয়েছে তাকে
হিসাব মিলেছে কই,
কতবার আমি তোমায় বলেছি
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ ও চোখের জলে।।
আরো আমি আছি আমার ভিতরে
তোমার ভিতরে তুমি,
এ বুকে উথলে উঠেছে আকাশ
হৃদয় কি মৌসুমী।
আরো আমি আছি আমার ভিতরে
তোমার ভিতরে তুমি,
এ বুকে উথলে উঠেছে আকাশ
হৃদয় কি মৌসুমী।
এই সারাবেলা ভালোবাসা খেলা
এখনো পেলো না থই,
না না তুমি নও, না না তুমি নও
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ ও চোখের জলে
কে তোমাকে গেলো ছুঁয়ে,
কে তোমার বুকে সারারাত ছিলো
বিষাদের মতো শুয়ে,
কে এত আগুন জ্বালিয়েছে বলো
কে এত পোড়ায় সই,
চিরকাল শুধু দোষী করে গেলে
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ, কে দিয়েছে বিষ
কে দিয়েছে বিষ।।