Jodi Thakte Tumi Bangla Lyrics (যদি থাকতে তুমি) by Hasan S. Iqbal . Jodi Thakte Tumi Bangla Lyrics by Hasan S. Iqbal . যদি থাকতে তুমি Bangla Lyrics by Hasan S. Iqbal . Jodi Thakte Tumi mp3 song bangla lyrics by Hasan S. Iqbal.
Song Details:
- Name: Jodi Thakte Tumi (যদি থাকতে তুমি)
- Singer: Hasan S. Iqbal
- Lyrics & Tune: Hasan S. Iqbal
- Music: Soundhacker
- Cinematography: Rayhan Khan
- Edit: Rayhan Khan
Jodi Thakte Tumi Bangla Lyrics by Hasan S. Iqbal :
যদি থাকতে তুমি বাঁচতে আমার
লাগতো না কঠিন, যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি কাটতো আমার
দিনগুলো রঙ্গিন, যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি সামনে তোমার
এনে দিতাম সব যা যা চাইতে তুমি
তুমি বলার আগে বুঝতাম আমি
যখন মন খারাপ করে থাকতে তুমি
এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি
এমন হবে কোন দিন আমি আগে ভাবিনি।
যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন।
যদি থাকতে তুমি বাঁচতে আমার
লাগতো না কঠিন, যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি কাটতো আমার
দিনগুলো রঙ্গিন, যদি থাকতে তুমি।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর
তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়
এমন হবে কোনদিন আমি আগে ভাবিনি
এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি
যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন।