Khelicho E Bisso Loye Lyrics – Anup Jalota

56
Khelicho E Bisso Loye Lyrics

Khelicho E Bisso Loye Nazrul Geeti Song Is Sung by Anup Jalota. Same Song Is Sung by Srikanta Acharya, Aditi Munshi, Amrita Datta, Yousuf Ahmed Khan, Aritra Dasgupta And Many Various Artists In Their Own Way. Khelicho E Biswa Loye Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam.

  • Song : Khelicho E Bisso Loye
  • Lyricist : Kazi Nazrul Islam
  • Raag : Bhairavi
  • Taal : Kaharwa

Khelicho E Bisso Loye Song Lyrics In Bengali :

খেলিছ, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ..
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছো ..

শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে,
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ ..

তারকা রবি শশী
খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙা
পায়েরও কাছে, রাশি রাশি।

নিত্য তুমি হে উদার
সুখে-দুঃখে অবিকার,
নিত্য তুমি হে উদার
সুখে-দুঃখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছ, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ ..
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছো ..

Previous articleDhana Dhanya Pushpa Bhara Lyrics – Dwijendralal Ray
Next articlePochish Bochor Lyrics (পঁচিশ বছর) – Bagdhara Band