Karar Oi Louho Kopat Lyrics – Nazrul Geeti

94
Karar Oi Louho Kopat Lyrics
Karar Oi Louho Kopat Nazrul Geeti Song Is Sung by Shovan, Timir, Iman, Kinjal, Tirtha, Noble Man And Many Various Artists In Their Own Way. This Is A Independence Day Special Bengali Song.
  • Song : Karar Oi Louho Kopat
  • Writer & Composer : Kazi Nazrul Islam
  • Artist : Child Artists
  • Video Label : Bhavna Records

    Karar Oi Louho Kopat Song Lyrics In Bengali :

    কারার ঐ লৌহকপাট
    ভেঙ্গে ফেল কর রে লোপাট,
    রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

    ওরে ও তরুণ ঈশান
    বাজা তোর প্রলয় বিষাণ,
    ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
    কারার ঐ লৌহকপাট
    ভেঙ্গে ফেল কর রে লোপাট,
    রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

    গাজনের বাজনা বাজা
    কে মালিক, কে সে রাজা,
    গাজনের বাজনা বাজা
    কে মালিক, কে সে রাজা,
    কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে?
    হা হা হা পায় যে হাসি,
    ভগবান পরবে ফাঁসি,
    সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।
    কারার ঐ লৌহকপাট
    ভেঙ্গে ফেল কর রে লোপাট,
    রক্ত জমাট শিকল পুজার পাষাণ বেদী।

    ওরে ও পাগলা ভোলা
    দে রে দে প্রলয় দোলা,
    ওরে ও পাগলা ভোলা
    দে রে দে প্রলয় দোলা,
    গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে,
    গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে
    মার হাঁক হায়দারী হাঁক,
    কাঁধে নে দুন্দুভি ঢাক
    ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।
    কারার ঐ লৌহকপাট
    ভেঙে ফেল কর রে লোপাট,
    রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

    নাচে ওই কালবোশাখী
    কাটাবী কাল বসে কি?
    নাচে ওই কালবোশাখী
    কাটাবী কাল বসে কি?
    দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি,
    দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
    লাথি মার ভাঙ্গরে তালা,
    যত সব বন্দী শালায়
    আগুন-জ্বালা, আগুন জ্বালা,
    ফেল উপাড়ি।

    কারার ঐ লৌহ কপাট
    ভেঙ্গে ফেল কর রে লোপাট,
    রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

Previous articleBeche Thakar Gaan Lyrics – Anupam Roy
Next articleTomar Pichu Charbo Na Lyrics – Nahid Hasa