Khirki Theke Singhaduar Song Is Sung by Hemanta Mukhopadhyay from Stree Bengali Movie. Starring: Soumitra Chatterjee, Uttam Kumar, Arati Bhattacharya, Bhanu Bandyopadhyay. Music composed by Nachiketa Ghosh And Lyrics written by Gauriprasanna Majumder.
- Movie : Stree (1972)
- Song Name : Khirki Theke Singhaduyar
- Singer : Hemanta Mukherjee
- Music : Nachiketa Ghosh
- Lyrics : Gauriprasanna Majumder
- Directed by : Salil Dutta
- Label : Saregama Bengali
Khirki Theke Singha Duar Song Lyrics In Bengali :
খিড়কি থেকে সিংহদুয়ার,
এই তোমাদের পৃথিবী
এর বাইরে জগত আছে তোমরা মাননা।
তোমাদের কোনটা হাসি কোনটা ব্যাথা,
কোনটা প্রলাপ কোনটা কথা,
তোমরা নিজেই জাননা।
এর বাইরে জগত আছে তোমরা মানোনা
তোমরা নিজেই জাননা।
খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী।
তোমরা পায়রা ওড়াও বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও।
তোমাদের কোনটা বাসর কোনটা হারেম,
কোনটা নেশা কোনটা যে প্রেম,
তোমরা নিজেই জাননা।
এর বাইরে জগত আছে তোমরা মাননা
তোমরা নিজেই জাননা।
খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী।
জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধু চোখের ভুলে।
তোমাদের কোনটা আসল কোনটা নকল,
কোনটা শুধুই জবরদখল,
তোমরা নিজেই জাননা।
এর বাইরে জগত আছে তোমরা মাননা
তোমরা নিজেই জাননা।
খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী।