Megher Daanay Lyrics by Imran Mahmudul And Madhubanti Bagchi Bangla Song Featuring: Darshana Banik. Megher Danay Bangla Song Lyrics written by Syed Nafis And Music composed by L.M.G.Beats. Video song directed by Sushavan Das.
- Singers: Imran Mahmudul & Madhubanti Bagchi
- Lyric & Tune: Syed Nafis
- Composition: L.M.G.Beats(Syed Nafis & Subhro Raha)
- Mix and Master: L.M.G.Beats
- Director: Sushavan Das
- Dop: Supriyo Dutta
- Choreographer: Rahul Ghosh
- Conceptualised By: Avishek Saha & Souvikk Dasgupta
- Label: Dhruba Music Station
Megher Daanay Lyrics
দিনকে দিন হৃদয় মলিন,
তোর জানালায় হাতড়ে বেড়ায়
আমার সময়,
সময় তো নয় ফুরোবার।
গোপনে, তোর মনে
একটু ছুঁয়ে, স্বপ্ন হয়ে
হলো না নেই পথ পালাবার।
ধীরে ধীরে চল, তোর কথা বল
তোর সাথে আমায় নিয়ে
যাবি কিনা বল ?
আলতো ছুঁয়ে, বাতাস হয়ে
আমার ছেড়া পালের
হাওয়ায় ভাসি চল।
মেঘেরই ডানায়, তোর ইশারায়
উড়িয়ে দিলাম মনটাকে
বহুদূরে, তোর আদরে
সাজিয়ে নিলাম তোর নামে (x2)
তোর কাছে মন হারাবার,
পাড়ি দিয়ে সমুদ্দুর পারাবার।
তোকে নিয়ে রেখেছি পলকে,
নেই যে কারণ ফিরিয়ে দেবার।
বারে বারে বল, উড়িয়ে আঁচল
যাবি চল আমার সাথে দূরের নীলাচল
হাতটা ছুঁয়ে, সময় ভুলে
আমায় তোর মনে রেখে দিবি বল।
মেঘেরই ডানায়, তোর ইশারায়,
উড়িয়ে দিলাম মনটাকে
বহুদূরে, তোর আদরে,
সাজিয়ে নিলাম তোর নামে। (x3)