Song Details:
- Song: Khosche Tara
- Singer: Ishan Mitra
- Lyrics: Debaloy Bhattacharya
- Composer: Amit-Ishan
- Music Label: SVF
- Movie: Montu Pilot 2
Khosche Tara Lyrics in Bengali:
খসছে তারা, খসছে তারা,
চোখ বুজে কেউ চাইছে কিছু
শুনছে কারা? শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
জানলা দিয়ে দেখছে কি কেউ?
যেন কারো গল্প না ঢেউ আছড়ে পড়ে।
শুনছি আমি, গুনছি না দিন,
যাচ্ছি দূরে একলা রঙিন অন্ধকারে।
খসছে তারা, খসছে তারা,
চোখ বুজে কেউ চাইছে কিছু
শুনছে কারা? শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
চাইছি শুধু, রাত্রি টুকু বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়ুক।
আকাশ ছিঁড়ে, মিথ্যে হিরে, পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
চাইছি শুধু আরেকটা দিন সঙ্গে থাকি,
ইচ্ছে করে,ইচ্ছে করে।
বন্ধ চোখে শব্দ গুলো গুনতে শিখ,
ইচ্ছে হলে, ইচ্ছে হলে।
খসছে তারা, খসছে তারা,
চোখ বুজে কেউ চাইছে কিছু
শুনছে কারা? শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
চাইছি তোমার মুঠোয় হবো অল্প ধুলো, অল্প ধুলো।
চাবির গোছা খুলতে চাইছে বাক্স গুলো, বাক্স গুলো।
আছর কাটি, একটু কিছু আরাল করে,
ইচ্ছে হলে, ইচ্ছে হলে।
ভেবে ছিলাম ঘুম পারাবো গল্প বলে,
গল্প বলে, গল্প বলে।
খসছে তারা, খসছে তারা,
চোখ বুজে কেউ চাইছে কিছু
শুনছে কারা? শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?
খসছে তারা, খসছে তারা, শুনছে কারা?