Khoy Song Is Sung by Imran and Shuvomita Duet Bangla Song Music composed by Imran Mahmudul. Hobe Na Ei Premer Khoy Song Lyrics written by Snahashish Ghosh.
- Song : Khoy
- Singers : Imran & Subhamita Banerjee
- Lyrics : Snahashish Ghosh
- Music Composer : Imran Mahmudul
- Director : Vicky Zahed
- DOP : Bidrohi Dipon
- Edit, Color & VFX : Aurnob Hasnat
- Production House : V Creation
- Music Label : Sangeeta
Khoy Song Lyrics In Bengali :
যেতে যেতে যদি থেমে যাও
জড়িয়েছো মায়ায় বুঝে নাও,
পিছুটানে তোমায় বেধেছে হৃদয়,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
হুঁ.. রেখে হাত মাথাতে, দিচ্ছি কথা যে,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে
হবে না এ প্রেমের ক্ষয়।
আজ ডুবে ডুবে আমি ভেসে যে যাই,
অচেনা সুখেরই মোহনায়।
আজ ডুবে ডুবে আমি ভেসে যে যাই,
অনুভূতি পরিচিত নয়,
তবু ভেসে যেতে ইচ্ছে হয়
খুব হয়, খুব হয়, খুব হয়..
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
আজ বসন্ত লাগে তুমি থাকায়
কি আনন্দ ভালোবাসায়,
আজ বসন্ত লাগে তুমি থাকায়
ভেবে ভেবে শুধু যে তোমায়।
ঝাঁকে ঝাঁকে স্বপ্ন এঁকে যাই
আমি যাই, আমি যাই..
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
যেতে যেতে যদি থেমে যাও
জড়িয়েছো মায়ায় বুঝে নাও,
পিছুটানে তোমায় বেধেছে হৃদয়,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
হুঁ.. রেখে হাত মাথাতে, দিচ্ছি কথা যে,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে
হবে না এ প্রেমের ক্ষয়।