Kishori Lyrics bengali song is sung by Antara Mitra and Rathijit Bhattacharjee from Khadaan bengali movie. Starring Dev and Idhika Paul.
Kishori Song Details :
Song Name: Kishori
Movie: Khadaan
Direction: Soojit Dutta
Singer: Rathijit Bhattacharjee
Lyrics: Ritam Sen
Kishori Lyrics In Bengali :
আইলো আইলো আমার ও সজনী
তোর সাথে ঘর করবো আহারে
বাজিল বাজিল প্রেমের বাঁশি বাজিল
বাজলে মাদল নাচবো আহারে
উড়ু উড়ু প্রাণ করে
দুরু দুরু দুরু তোর কারনে
মহুল বনের মাঠের ধারে
তোকে তোকে শুধু ধরেছে মনে
প্রেমের জোয়ারে, দুকূল ভেসেছে
ডুবেছে ডুবেছে এ এ তরী
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
তোকে না পাইলে জানি না কি করি
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
হয়ে যা, হয়ে যা শুধু আমারই
ওও ও ওও ও ওও ও
সোনা বরণ রূপ কন্যা কুচবরণ কেশ
তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ
তুই আমার ভালোবাসার ঘর
তুই আমার ভালোবাসার দেশ
তোরই কথা পড়লে মনে ফুটেছে পলাশ
তোরই সাথে থাকবো আমি এখন বার মাস
তুই আমার ফিরে আসার ঘর
তুই আমার ভালোবাসার রেশ
প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে
ডুবেছে ডুবেছে এ এ তরী
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
তোকে না পাইলে জানি না কি করি
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
হয়ে যা, হয়ে যা শুধু আমারই
ওও ও ওও ও ওও ও
আইল আইল আমারও সজনী
তোর সাথে ঘর করবো আহারে
বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিল
বাজলে মাদল নাচবো আহারে।