Chol Pakhi Hoye Uri Lyrics Bengali song Porshi & Avraal Sahir Musfiq R Farhan Keya Payel Hrid Majhare Natok Song.
Chol Pakhi hoye Uri Song Details :
Song: Chol Pakhi hoye Uri
Drama: Hrid Majhare
Singer: Sabrina Porshi & Avraal Sahir
Lyrics: M A Alam Shuvo
Chol Pakhi Hoye Uri Lyrics In Bengali :
তোকে দেখে হাসছে আকাশ
রংধনুতে সাজবে আজ
লেগেছে মনে প্রেমের হাওয়া
কিছু না ভেবে তোর কাছে
বলবো মনে যা আছে
অনুভবে করি আসা যাওয়া
কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমায়
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
কুয়াশা কোনো ভোরে হাঁটবো একসাথে
মেঘলা দিন হবে রঙিন ছুলে তোর হাতে
বলি ইশারায় তোকে চাই, ডাকি প্রিয় নামে
তোর দিকে ঘুরেফিরে দু’চোখ এসে থামে
কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমায়
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে
তো চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
হারালে খুঁজে নেবো তোকেই বারে বার
জানুক লোকে, গল্প হোক তোর আর আমার
আনমনা মন সারাক্ষণ তোরই কথা বলে
ছায়ায় ঢেকে রাখবো মায়ার আঁচলে
কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমায়
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে