Komuna Song is Sung by Momin Khan. Komuna Komuna Lyrics In Bengali Written and Music Compose by Momin Khan. Music mixed and mastered and arranged by Alvee Al Berunee. Starring Anamika oyshe. This song was released on YouTube Alvee 25 Nov 2023.
Song Details:
- Song: Komuna
- Singer: Momin Khan
- Lyrics: Momin Khan
- Music Compose by: Momin Khan
- Music Label: Alvee
- Album: Bangla New Song 2023
Komuna Lyrics in Bengali:
হে তোমায় দেখলে মনের ভেতর ঘণ্টা বাজে টং
আরে ভালো লাগে দেখলে তোমার ন্যাকামি আর ঢং।
আমি চাইছি তোমায় বলে দেবো ভালোবাসার কথা,
তুমি বুঝেও না বুঝে আমার এই মনে দাও ব্যাথা।
ওরে ধরবো তোমার হাত, আমি ছেড়ে দেবো না
একবার আমায় ভালবাসলে ভুলতে পারবে না।
যতদিন আছে পদ্মা মেঘনা যমুনা,
তোমায় আমি ভালোবাসি কিন্তু,
এই কমুনা কমুনা কমুনা।
আমি কমুনা কমুনা কমুনা
আমি কমুনা কমুনা কমুনা
আমি কমুনা কমুনা তোমায় ভালোবাসি কমুনা।
হো এই মন বাগানে তোমার নামে ফুটছে গোলাপ ফুল,
তোমায় আমি চাইছি কাছে ভেবনা কো ভুল।
আমার মত পাবে না তো দ্বিতীয় একজন,
আরে রাগ করলে মন ভাঙবো খুব করে যতন।
ওরে ধরবো তোমার হাত, ছেড়ে দেবো না
একবার আমায় ভালবাসলে ভুলতে পারবে না।
যতদিন আছে পদ্মা মেঘনা যমুনা,
তোমায় আমি ভালোবাসি কিন্তু
এই কমুনা কমুনা কমুনা।
আমি কমুনা কমুনা কমুনা
আমি কমুনা কমুনা কমুনা
আমি কমুনা কমুনা তোমায় ভালোবাসি কমুনা