Radhar Kunje Lyrics – Alvee – Shima – Anamika Oyshe

81
Radhar Kunje Lyrics
  • Song – Radhar Kunje
  • Artist – Alvee, Shima, F Raw
  • Music By Alvee
  • Rap Verse – F Raw
  • Hook Verse – (collected)
  • Starring – Anamika Oyshe

Radhar Kunje Lyrics In Bangla

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
আচ্ছা তুমি বাগানের ফুল আমি মৌমাছির মধু
ছড়ায় তুমার বাগিচায় সুবাসের জাদু সখি,
উজালা মন আমার করেছো কাবু
সাত পাকে বাঁধা রাধা কৃষ্ণ দেয় সিঁদুর
তুমার রঙ্গিলা শাড়ি পায়ে লাল রঙের আলতা,
টানা চোখের চাহনি আর টোল পড়া গালটা
পরানডা জুড়াই জায় সখি একবার চাও
তুমার প্রেম লীলায় পাগল একটু মনে জায়গা দেও

মন টা চায় না তুমি ছাড়া অন্য কারো হতে
করে বায়না সুখ ভাগাভাগি করতে তোমার সাথে
দেওয়ানা তুমি চাঁদের আলো আমার দিলের রাতে
নিও না এই সুখ কাইরা মরবো আঘাতে

হাতের চুরি পড়ায়া, চোখে কাজল লাগায়া
ওই রূপের সাগরে আমি পড়বো ঝাপায়া
রাধার ফুল বাগানে আমি ভোমর সাজায়া
কৃশ্নের বাশির সুর কানে মধুর লগন বাজায়া

সোয়া চন্দন ফুলের মালা
সখিগনে লইয়া আইলা
সোয়া চন্দন ফুলের মালা
সখিগনে লইয়া আইলা


কৃষ্ণ দিলায় রাধার গলে
বাসর হইলো উজালা
বাসর হইলো উজালা গো
বাসর হইলো উজালা।


ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা

Previous articleKomuna Lyrics – Alvee – Anamika Oyshe – Momin Khan – Bangla New Song
Next articleEkbar Takao Phire Lyrics – Mitthye Premer Gaan