Kon Gopone Lyrics Song Is Sung by Surangana Bandyopadhyay from Brahma Janen Gopon Kommoti Bengali Movie. Starring: Ritabhari Chakraborty and Soham Majumdar. Music Composed by And Kon Gopone Mon Pureche Lyrics In bengali Written by Anindya Chattopadhyay.ভালবাসার রোদ জানলা বেয়ে আয় মনকেমনের রোদ কান্না কে সাজায় Love is the sunshine that pierces through the window and touches you with all its warmth just when you need it. Wake up and see! #KonGopone from #BrahmaJanenGoponKommoti is ALL love Kon Gopone has been composed by Anindya Chatterjee and sung by Surangana Bandyopadhyay. Starring Ritabhari Chakraborty and Soham Majumdar, the movie is all set to be released on this upcoming Women’s day!
Kon Gopone Lyrics by Surangana :
- Song : Kon Gopone
- Movie : Brahma Janen Gopon Kommoti
- Singer : Surangana Bandyopadhyay
- Lyric & composition : Anindya Chattopadhyay
- Musical arrangements : Rudraneel Chowdhury
- Directed by : Aritra Mukherjee
- Mixing & mastering : Debojit Sengupta
- Label : WINDOWS
- Produced by: Windows
- Presented by: Windows and Senco Gold & Diamonds
- Presenter: Nandita Roy
- Editor: Moloy Laha
- Cinematography: Aalok Maiti
- Mixing & mastering: Debojit Sengupta
- Musical arrangements: Rudraneel Chowdhury
Kon Gopone Song Lyrics In Bengali :
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে,
আমার ভিতর ঘরে।
নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে,
আমার ভিতর ঘরে।
কোমল ধানের শীষে
দুঃখরা যায় মিশে।
সুখ পাখি কার্নিশে
হারায় অগোচরে,
দিন খুঁজে যাই, দিন আসে না
রাত আসে রাত করে,
আমার ভিতর ঘরে।
অবুঝ চোখের তারায়
অন্ধ কাজল হারায়,
এক ফালি হাত বাড়ায়
শান্ত চরাচরে।
সোনার কাঁকন, কোন সে আপন
মুখ লুকায়ে প্রান্তরে,
আমার ভিতর ঘরে।
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে,
আমার ভিতর ঘরে,
আমার ভিতর ঘরে,
সে কি আমার ভিতর ঘরে।