Abar Phire Ele Lyrics Song Is Sung by Arijit Singh from Dwitiyo Purush Bengali Movie. Music Composed by And Abar Fire Ele Lyrics In Bengali Written by Anupam Roy. Starring: Parambrata Chattopadhyay, Raima Sen, Abir Chatterjee And Others. Music Arranged & Programmed by Shamik Chakravarty. Mixed And Mastered by Debojit Sengupta.প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষা মনকে যখন ব্যাকুল করে, তখন ফিরে আসে কেবল পুরোনো মুহূর্তের স্মৃতি। রইলো Srijit Mukherji-র দ্বিতীয় পুরুষ থেকে “আবার ফিরে এলে” (Abar Phire Ele), যা গেয়েছেন Arijit Singh। This song from Dwitiyo Purush is composed and penned by Anupam Roy.
Abar Phire Ele Lyrics by Arijit Singh :
- Song : Abar Phire Ele
- Movie : Dwitiyo Purush
- Singer : Arijit Singh
- Music & Lyrics : Anupam Roy
- Director : Srijit Mukherji
- Cinematographer : Soumik Haldar
- Presenters : Shrikant Mohta & Mahendra Soni
- Produced By : SVF Entertainment Pvt. Ltd
- VFX: SVF Studios
- Hair Stylist: Sima Ghosh
- Arranged & Programmed by: Shamik Chakravarty
- Guitar: Rishabh Ray
- Drums: Sandipan Parial
- Bass: Kaustav Biswas
- Sitar: Rahul Chatterjee
- Recorded by: Shubhranil Basu
Abar Phire Ele Song Lyrics In Bengali :
তোমার অভিমানে ভরা
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়,
পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই
দু’চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়।
তোমার অভিধানে আছে
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন,
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ।
যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ওই পাথুরে ঝর্না জলের
ঝিম ঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।
আবার ফিরে এলে
জেগে আছি পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় উড়েও যাইনি ফুরিয়ে।
তোমার বিপদ গলির কাঁচে
ডানা মেলে আমি জানতে পরিচয়,
মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়
ছুঁয়ে দিলে কী জানি কী হয়।
তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায়,
নির্জনতা জানে হয়না তার বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায়।
যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিমঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।
আবার ফিরে এলে
জেগে আছি, পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় উড়েও যাইনি ফুরিয়ে।