Kosto Gulo Song is Sung by Abir Biswas. Starring: Prakash Sikder, Shamayera Sheikh, Abir, Sanjay Das, Om Abir And Joy Dey. Music Composed by Abir Biswas And Song Lyrics In Bengali Written by Sourav Goswami.
Kosto Gulo Lyrics Info:
- Song : Kosto Gulo
- Vocal & Music : Abir Biswas
- Lyrics : Sourav Goswami
- Programming, Mix and Master : Abir Biswas
- DOP : Adiattaya Chatterjee
- Produced by : Prabir Jana
- Label : KMJ Music Series
Kosto Gulo Song Lyrics In Bengali :
কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে
তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,
তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো
সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।
রাত্রি গুলো কাটছে একা
চোখের জলে স্বপ্ন দেখা,
খুঁজে ফিরি তার স্মৃতি
আজও পোড়া জীবনে।
কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে
তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,
তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো
সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।।
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে হরিয়ে যাবো অনেক দূরে
নতুন করে বাঁধবো বাঁধন থাকবো সুখে কুঁড়ে ঘরে,
বাসবো ভালো সারাজীবন কথা তুমি দিয়েছিলে
কেন এমন ব্যাথা দিয়ে আমায় তুমি কাঁদিয়ে গেলে?
দুঃখ গুলো জমে আছে মনেরই গোপনে
জানি ফিরবেনা সে আর কোনদিন আমার এ জীবনে,
সে ছেড়ে গেছে যাওয়ার আগে যায়নি কিছুই বলে
তবু কেনো রে মন তারই আশায়
আজও রে দিন গোনে?
রাত্রি গুলো কাটছে একা
চোখের জলে সপ্ন দেখা,
খুজে ফিরি তার স্মৃতি আজও পোড়া জীবনে।
কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে
তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,
তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো
সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।
রাত্রি গুলো কাটছে একা
চোখের জলে সপ্ন দেখা,
খুজে ফিরি তার স্মৃতি আজও পোড়া জীবনে।
কষ্ট গুলো জমে আছে মনের গভীর কোণে
তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে,
তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিন গুলো
সেই দিন গুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে।।