Shona Diya Bandhayachi Ghor Folk Song Is Sung by Rishi Panda And Originaly Sung by Mujib Pordeshi. Mon Tore Parlam Na Bujhaite Re Lyrics In Bengali Written by Hasan Motiur Rahman. Same Song Is Sung by Shayan Chowdhury Arnob, Liza, Arko Mukherjee, Shunno Band And Many Various Artists In Their Own Way.
Shona Diya Bandhayachi Ghor Lyrics Info:
- Song : Shona Diya Bandhayachi Ghor
- Original Singer : Mujib Pordeshi
- Lyrice & Tune : Hasan Motiur Rahman
- Cover by : Rishi Panda
Shona Diya Bandhayachi Ghor Lyrics In Bengali :
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জোরো জর,
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হো আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায়রে, তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন।
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি,
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হো আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হায়রে, তুই সে আমার মন,
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন।
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে,
ও আমার এই স্বপন কি মিথ্যা
হইতে পারে রে,
ও আমার এই স্বপন কি মিথ্যা
হইতে পারে রে,
হায়রে, তুই সে আমার মন,
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন।