Kotha Ektai Lyrics Bengali song Known for hits like Jonom Jonom Ek DekhayJoy Hobei Hobe and more this duo delivers another heart-touching melody. Kotha Ektai’ tells a story of love and connection through its beautiful lyrics and soothing tunes.
Kotha Ektai Song Details :
Song Name: Kotha Ektai
Singer: Porshi & Imran Mahmudul
Lyrics: Robiul Islam Jibon
Tune: Imran Mahmudul
Label: Porshi
Kotha Ektai Lyrics In Bengali :
আমি পড়েছি তোমার প্রেমে
কী করে বোঝাই
আমি ডুবেছি তোমার নামে
কীভাবে জানাই
আমি পড়েছি তোমার প্রেমে
কী করে বোঝাই
আমি ডুবেছি তোমার নামে
কীভাবে জানাই
এ মনের কথা একটাই
তোমাকে আমার করে চাই
জীবনের চাওয়া একটাই
তোমাকে আমার করে চাই
আমি পড়েছি তোমার প্রেমে
কী করে বোঝাই
আমি ডুবেছি তোমার নামে
কীভাবে জানাই
এ মনের কথা একটাই
তোমাকে আমার করে চাই
জীবনের চাওয়া একটাই
তোমাকে আমার করে চাই
স্বপ্নের সবটুকু করেছি উজাড়
শুধু একসাথে এই পথে হবো যে পার
চোখের মণি তুমি মায়ার খনি তুমি
পৃথিবীর সব রঙে তোমাকে রাঙাই
আমি তোমারই হয়ে গেছি
কী করে বোঝাই
আমি তোমাতে জড়িয়েছি
কীভাবে জানাই
এ মনের কথা একটাই
তোমাকে আমার করে চাই
জীবনের চাওয়া একটাই
তোমাকে আমার করে চাই
এই মন তোমাতে দিওয়ানা
তুমি এই হৃদয়ের ঠিকানা
তোমাকে ঘিরে যত সাধনা
মায়ারই ডোরে আমাকে বাঁধো না
এই মন তোমাতে দিওয়ানা
তুমি এই হৃদয়ের ঠিকানা
তোমাকে ঘিরে যত সাধনা
মায়ারই ডোরে আমাকে বাঁধো না
মায়ারই ডোরে আমাকে বাঁধো না
মায়ারই ডোরে আমাকে বাঁধো না
তোমাকে আমার করে চাই