- Singer: Hemanta Mukherjee
- Song Name: Koto Din Pore Ele (কতদিন পরে এলে)
Koto Din Pore Ele Lyrics In Bangla :
কতদিন পরে এলে,
কতদিন পরে এলে, একটু বসো
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শোন… কতদিন পরে এলে।
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে (x2)
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে।
বহুদিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন .. কতদিন পরে এলে।
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা (x2)
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
- যদি শোন.. কতদিন পরে এলে।