Mon Bebagi Lyrics In Bangla. Sung by Imran Mahmudul And Anwesha Dutta Gupta. Starring: Soham Chakraborty, Jhilik Bhattacharjee from Ami Sudhu Tor Holam Bengali Movie. Music composed by Ayush And Bengali Lyrics written by Deep.
- Film Name: Ami Sudhu Tor Holam
- Song Name: Mon Bebagi (মন বেবাগী)
- Singers: Imran Mahmudul and Anwesha Dutta Gupta
- Music: Ayush
- Lyrics: Deep
- Director: Subrata Halder
- Star Cast: Soham Chakraborty And Jhilik Bhattacharjee
- Produced by: Princes Art Production
- Label: Surinder Films Pvt. Ltd.
Mon Bebagi Lyrics
ফেরারি এ মন, তোকে ভেবে সারাক্ষন
সাজিয়েছি আমি আদুরে আলাপন (x2)
মায়াবী তোর ওই চোখে,
মেঘ করে আমায় বরণ
মনের কোন আপন মনে,
লিখেছি তোর নামি সারাক্ষন
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম।
তোকে ভেবে ছবি এঁকেছি,
তোর সুরে–তে গান বেঁধেছি
মনে মনে কি কারণে আজ সোহাগী হয়েছি (x2)
না পাওয়া যত সবই
পেলাম তোকে ভেবে
তোর আঁচলে চোখের কাজলে
করেছে আজ আমায় হরণ
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম।
তোর ছোঁয়ায় পেলো আসকারা
মন হলো বাঁধন ছাড়া
বরে বরে তোকে ঘিরে
স্বপ্নেরা পাগল পারা (x2)
মায়াবী তোর ওই চোখে,
মেঘ করে আমায় বরণ
মনের কোন আপন মনে,
লিখেছি তোর নামি সারাক্ষন
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম ..