Koto Kichhu Ghotey Lyrics – Rupam Islam Song

Koto Kichhu Ghotey Song Is Sung by Rupam Islam from Aami Vs Tumi Hoichoi Original Film. Starring: Rahul Banerjee, Priyanka Sarkar, Biswanath And Others. Music Composed by Rupam Islam, Allan Ao And Neel Adhikari.
  • Song : Koto Kichu Ghotey
  • Film : Aami Vs Tumi
  • Singer and Lyricist : Rupam Islam
  • Music : Rupam Islam, Allan Ao & Neel Adhikari
  • Acoustic Guitar, Drums Programming : Neel Adhikari
  • Electric Guitar, Piano and : Allan Temjen Ao
  • Bass Guitar : Prasenjit Chakrabutty  & Sanket Bhattacharya
  • Director : Mainak Bhaumik
  • Label : SVF Music

Koto Kichhu Ghotey Song Lyrics In Bengali :

নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকলো ভীষণ,
এটা কার সংসার
কত নম্বর প্ল্যাটফর্ম।
ছুটি এক্সপ্রেস এসে
তফাতে দাঁড়াল কি,
একটু চা দরকার
এত ঘুম কোন রাতে রাখি।
শুয়ে শুয়ে, শুঁয়োপোকা হব
না জোনাকির মতো, ছটফটে।
না চাইতে জুটে গেছে
অস্বস্তি কিছু, ফোকটে ..
ও ও ….
কত ঘটনার ঘনঘোর
কত রাতের অবৈধ ভোর,
সেসব তারিখ টুকে রাখি
তা নিয়ে কত গান লেখা বাকি।
কত শতবার্ষিকী ইচ্ছে
ফাঁকতালে আজ দুয়ো দিচ্ছে,
ভিত্তিহীন কুচকাওয়াজ
ভিজে বন্দুক ফাঁকা আওয়াজ।
সংসার মূলধন, প্রেম, সুদ
বিরহ-ঘুম তাড়ানোর ওষুধ,
কেন যে স্নেহহীন সত্ত্বাকে
হাতছানি দিয়ে ভূত ডাকে ..
ও ও ….
ভূতের ভাষা কি
পুরোপুরি আষাঢ়ে,
নাকি যা রটে-কিছুটা বটে।
তদন্ত করে
আর গোয়েন্দা বলো, কী পাবে..
নানান ছাঁচের সিনেমার
একই ধাঁচের মহাসঙ্কটে,
কাউকে দায়ী করে লাভ নেই
জীবনে,
কত কিছু ঘটে।
ও ও ….
Previous articleBhalobasha Lyrics – Srikanto Acharya Bengali Song
Next articleChaitali Bela Seshe Lyrics – Srikanto Acharya
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.