Kotodin Dekhina Tomay Song Is Sung by Imran Mahmudul. Starring: Anonno And Sukriya. Music Composed by Sojib And Song Lyrics In Bengali Written by Mehedi Hasan Limon.
- Song : Kotodin Dekhina Tomay
- Singer ; Imran Mahmudul
- Lyrics : Mehedi Hasan Limon
- Tune & Music : Sojib
- D.O.P : Bikash SAha
- Director : Saikat Reza
- Edit & Color : S.M Tushar
- Label : Laser Vision
Kotodin Dekhina Tomay Song
কতোদিন দেখি না তোমায়
মনটা শুধু কেঁদে কেঁদে যায়,
তোমাকে আবার চাই
পুরোনো সেই চেনা মোহনায়।
ফিরবে কি না জানিনা
তবুও আশা ছাড়ছি না,
ফিরবে কি না জানিনা
তবুও আশা ছাড়ছি না,
কতোদিন দেখি না তোমায়
মনটা শুধু কেঁদে কেঁদে যায়,
তোমাকে আবারও চাই
পুরোনো সেই চেনা মোহনায়,
কতোদিন দেখি না তোমায়।।
আমাদের এতো শত স্মৃতি
একটুও কি মনে পড়ে না?
ভেতরের ক্ষত হচ্ছে বড়
এ ব্যথা তুমি বোঝো না।
ফিরবে কি না জানিনা
তবুও আশা ছাড়ছি না,
ফিরবে কি না জানিনা
তবুও আশা ছাড়ছি না,
কতোদিন দেখি না তোমায়
মনটা শুধু কেঁদে কেঁদে যায়,
তোমাকে আবারও চাই
পুরোনো সেই চেনা মোহনায়,
কতোদিন দেখি না তোমায়
কতোদিন দেখি না তোমায়।।